
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যান কার্যালয়
২নং তবলছড়ি ইউনিয়ন পরিষদ
মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
www.tabalchhariup.comবিজ্ঞপ্তি নং : ২
তারিখঃ ০৮ /০৪ /২০২৫ইং
২০২৩-২০২৪ অর্থবছরের ২নং ওয়ার্ডের ভিজিডি সুবিধাভোগীর সঞ্চয়ের টাকা বিতরণ প্রসঙ্গে।
নোটিশ
তবলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড ভিজিডি সুবিধাভোগীদের অবগতির জন্য জানাচ্ছি যে, যারা বিগত ২০২৩ ও ২০২৪ বছরের ভিজিডি সুবিধাভোগী ছিলেন, আগামীকাল আপনাদের সঞ্চয়ের টাকা বিতরণ করা হবে।
★টাকা উঠানোর সময় অবশ্যই যা যা সাথে নিয়ে আসতে হবে।
১. উপকারভোগীর এনআইডি কার্ড এর ফটোকপি।
২. উপকারভোগীর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
৩. নমিনির এনআইডি কার্ড এর ফটোকপি।
৪. নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।
৫. একটি সক্রিয় মোবাইল নাম্বর এবং হ্যান্ডসেট।
শুধুমাত্র ২নং ওয়ার্ড